কলকাতায় প্রথম পাওয়া গিয়েছে করোনার আক্রান্ত এক কিশোরকে। জানা গিয়েছে, লন্ডনে একটি পার্টিতে যোগ দিয়েছিল ওই যুবক। এরপরই তার শরীরে মেলে করোনা ভাইরাসের অস্বিত্ব। তবে ওই যুবকের মা রাজ্যের একজন উচ্চপদস্থ আমলা। স্বরাষ্ট্র দপ্তরে কর্মরত তিনি।
সূত্রের খবর, গত সোম ও মঙ্গলবার নবান্নে আসেন ওই আক্রান্ত তরুণের মা। তাই এই মারন ভাইরাস ছড়াতে পারে তার মাধ্যমেও। সে কারনেই বুধবার ঘটনাটি জানাজানি হতেই নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের ওই আমলার ঘর।
নবান্ন সূত্রে খবর, ১৪ তলা থেকে প্রতিটি তলা প্রথমে জীবাণুনাশক রাসায়নিক ও তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর, বিভিন্ন দরজার হাতলও একইভাবে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ৪টি দল পৃথকভাবে নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ করছে।
তবে করোনার আক্রান্ত ওই তরুণকে বেলেঘাটা আইডিতে করোনা পজিটিভ রোগীদের জন্য তৈরি বিশেষ আইসোলশনে রাখা হয়েছে। তাঁর বাবা, মা ও গাড়ির চালককে রাজারহাটে কোয়ারেন্টাইন করা হয়েছে। এর সঙ্গে গত তিন দিন ওই তরুণের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে পর্যবেক্ষণে রাখার চিন্তাভাবনা করা হয়েছে।