July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার সাথে ফসলে থাবা কালবৈশাখীর, লোকসানে মাথায় হাত চাষীদের

বৈশাখের শুরুতেই কালবৈশাখীর ঝড় আর শিলাবৃষ্টি আছড়ে পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের বিভিন্ন এলাকায়। দিন দুয়েকের বৃষ্টির ফলে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামের দক্ষিণ মাঠের বিভিন্ন ধানের জমিতে ধানের শীষ সাদা হয়ে গেছে। এমনিতেই লক ডাউনের জন্য বন্ধ কৃষিকাজ। জমিতে ফসল পাকা অবস্থায় পড়ে থাকলেও ফসল কাটার শ্রমিকের অভাবে জমির ফসল নষ্ট হচ্ছে জমিতেই। তার উপর দিন ২-এর ঝড় বৃষ্টিতে আরোই নষ্ট হয়েছে ধান। ফলে লোকসানের এই জোরা ফলায় মাথায় হাত নন্দীগ্রামের চাষীদের।