করোনা ভাইরাসের আতঙ্ক মোকাবিলায় ৩ মে পর্যন্ত সারা দেশে চলছে লক ডাউন। এই সংকটের সময় সরকারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই করোনা ভাইরাসের মোকাবিলায় সচেষ্ট শালবনী সদর উত্তর তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি ও ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চ। রাজ্য সরকারের ত্রাণ তহবিলে প্রায় ৫০ হাজার টাকা সাহায্য করা হয়েছে সমিতির পক্ষ থেকে।
পাশাপাশি শালবনীর মহাশোল, ভূগলুশোল, সিদাডিহি, দেউলকুন্ডা, কড়েদানা ভাউদি সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। রাজ্যের এই সংকটজনক পরিস্থিতিতে শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক কর্তা থেকে সাধারণ মানুষ।