January 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার ভ্যাকসিনের টিকাকরন করতে সকাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালে ভীড় জমিয়েছেন ৪৫ উর্দ্ধো মানুষজন

বালুরঘাট ; এক দিকে জেলায় ভোট পুজো শেষ। অন্যদিকে আর চার দিন পর থেকে শুরু হবে ১৮ বয়সিদের টিকা করন। পাশাপাশি রাজ্যে করোনার সক্রমনের উর্দ্ধগতি সব দিকে লক্ষ রেখেই করোনার ভ্যাকসিনের টিকাকরন করতে সকাল থেকে বালুরঘাট জেলা হাসপাতালে ভীড় জমিয়েছেন ৪৫ উর্দ্ধো মানুষজন।

আজ দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে এমন চিত্রের দেখা মিলল। যদিও জেলায় সব কটি হাসপাতাল ও উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত টিকাকরন যেমন চলছিল। তেমন ভাবেই চলছে। নেই কোন টিকার অভাব। জানা গেছে জেলা থেকে কোভীশিল্ড ও কোভ্যাকসিন দুধরনে ভ্যাকসিন টিকা গ্রাহকগনকে পর্যায় ক্রমে প্রদান করা হচ্ছে।

এদিকে ভোটের আগে যাও বা সক্রমনের হার কম লক্ষ করা যাচ্ছিল। কিন্তু ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের মিটিং মিছিলের জন্য সেই সক্রমনের হার উর্দ্ধমুখী হয়ে পড়েছে। যদিও গতবছর করোনা পরিস্থিতি উদ্ভবের পর সরকারি স্তরে পরে জেলা স্তরে কোভীডে আক্রান্তের হারের বুলে টিন জেলা প্রশাসনের তরফে প্রেস রিলিজ করে জানানো হচ্ছিল।কিন্তু করোনার দ্বীতিয় ঢেউ আছড়ে পরার পর তা জেলাস্তরে প্রকাশিত করা বন্ধ করে দেওয়া হয়েছে। যা বলবার রাজ্যস্তরের উপর মহল থেকে জানানো হবে বলে সুত্র মারফৎ জানা গেছে। যদিও এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দফতরের কোন আধিকারিক মুখ খুলতে নারাজ।