July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে সমর্থন পি চিদম্বরমের

রবিবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গোটা দেশে পালন করা হচ্ছে ‘জনতা কারফিউ’।তবে এবার করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসীকে বাড়িতে থাকার অনুরোধ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। রাজনীতির দরবারে বিভিন্ন দলের নেতা-নেতিদের মতানৈক্য থাকলেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে একই সুরে কথা বলছেন সকলে। করোনা ভাইরাস রুখতে নরেন্দ্র মোদির ডাকে দেশের লড়াইয়ে সরকারের পাশেই রয়েছেন চিদম্বরম। একথাই জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, “করোনা মোকাবিলায় আমরা দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে চলতে বাধ্য। আমার আশা, এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চালাতে নৈতিক অস্ত্রকে হাতিয়ার করেই প্রতিটি মানুষ নিজেদের বাড়িতে গৃহবন্দি করে রাখবেন। আমি নিশ্চিত দেশের এই কঠোর পরিস্থিতিতে দেশবাসীকে ভবিষ্যতের বিদ্ধংসী অর্থনীতির হাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী কোনও কঠিন পদক্ষেপ নেবেন। আমার আরজি আপাতত কয়েক সপ্তাহের জন্য পুরোপুরি লকডাউন করে দেওয়া হোক প্রতিটি শহর ও শহরতলিকে।” তিনি করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যে অর্থনীতির এই বিপদের কথা বললেও তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেননি। তিনি মনে করেন দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য কোভিড-১৯ কে দায়ী করা ঠিক হবে না। এই সংক্রমণ শুরু হওয়ার আগেই দেশের জিডিপি’র উন্নয়নের হার কমতে শুরু করে। একই সঙ্গে তিনি আশঙ্কা করেছেন, দেশের ব্যবসা বাণিজ্য বড় ধাক্কা খাবে করোনা ভাইরাস নিয়ে এই আশঙ্কার পরিবেশে।