March 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার থাবা বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে


এবার করোনার থাবা বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে। জানা গিয়েছে, ওই আবাসনের ৭ জন বাসিন্দাদের শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলে। তাদের লালারসের পরীক্ষা করা হলে বুধবার সেই রিপোর্ট আসে। রিপোর্টে করোনা পজেটিভ আসায় তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সূএের খবর, বেলেঘাটা থানার এক পুলিশ আধিকারিকের স্ত্রীর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরই তার শরীরে করোনার উপসর্গ দেখা দিতে শুরু করে। নমুনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজেটিভ আসে। এরপর একে একে ওই পুলিশ আধিকারীকের পরিবারের সকলের শরীরেই করোনার হদিশ মেলে।

এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৯২। সাথে মৃত্যু হয়েছে ২১৭ জনের।