July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার জেরে বাতিলের পথে আইপিএল, বড় ক্ষতির আশঙ্কা

করোনার থাবা গোটা বিশ্বকে ছাপিয়ে এবার ভারতে | গোটা বিশ্বে পাশাপাশি ভারতে প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা | তার জেরে লকডাউন গোটা দেশ | কিন্তু বছরের এই সময় আইপিএল হওয়ার কথা | কিন্তু করোনাভাইরাস এর জেরে তা পিছিয়ে দেওয়া হয় | মার্চের মাঝামাঝি আইপিএল পিছিয়ে 14 এপ্রিল করা হয়েছিল | কিন্তু তখন বিসিসিআই জানতো না 21 দিনের জন্য লকডাউন থাকবে দেশ | এরপর 24 মার্চ ঘোষণা করা হয় 21 দিনের জন্য লকডাউন থাকবে গোটা দেশ | তাই এবার ফের পিছিয়ে দিতে হয় আইপিএল | কিন্তু এই আইপিএল আয়োজন করা যাবে কিনা, সে ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি |

জানা গিয়েছে, আইপিএল আয়োজন করা না হলে বহু কোটি টাকা ক্ষতি হবে আয়োজক ও সম্প্রচারকারী সংস্থার | সূত্রের খবর, আইপিএল না হলে প্রায় 38 হাজার কোটি টাকার ক্ষতি হবে | আয়োজক সংস্থার পাশাপাশি ক্ষতি হবে ক্রিকেটারদের | ম্যাচ না হলে তারা টাকা পাবেন না | দেশের এই পরিস্থিতিতে আইপিএল না হলে বেশ বড় ক্ষতির মুখে পড়বে খেলোয়াড় ও সম্প্রচারকারী সংস্থা উভয়ই |