March 1, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার গ্রাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত 50

সংক্রমণ ক্রমশ বাড়ছে ভারতে, গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 12 জনের৷ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে 50 জনের৷বৃহস্পতিবার ভোররাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় হায়দ্রাবাদের এক বৃদ্ধের৷ পাশাপাশি গত 24 ঘণ্টায় নতুন করে আরো 328 জনের শরীরে কোভিড-19 এর হদিস মিলেছে৷ তবে এই সবের মধ্যে স্বস্তির খবর করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছে 151 জন ৷
অন্যদিকে দিল্লির নিজামুউদ্দিন এলাকায় মসজিদের অনুষ্ঠানে যোগদান করতে যাওয়া 131 জনের শরীরে কোভিড-19 এর হদিস মিলেছে৷এইভাবে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে৷ পাশাপাশি অন্ধপ্রদেশে 46 জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে৷কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 31 জন৷ মহারাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 335 জন৷তার মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের৷ তামিলনাড়ুতে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা এইভাবে দেশের প্রতিটি রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।