করোনা ভাইরাসের গ্রাসে বলি হল কলকাতায় ভারতীয় জাদুঘরের কর্মরত এক আধাসামরিক বাহিনীর জওয়ান। জানা গিয়েছে, বর্তমানে তিনি কলকাতা ভারতীয় জাদুঘর এর কর্মরত ছিলেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে লকডাউন ঘোষণার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতার এই দর্শনীয় স্থানগুলি।
কিন্তু ওই অফিসার তারপর বাড়ি ফেরেনি বলে জানা গিয়েছে। এরপর গত কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বছর উনষাটের ওই সিআইএসএফ জওয়ানের শরীরে করোনা লক্ষন থাকায় তার লালা রসের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু বৃহস্পতিবার মৃত্যু হয় তার। এরপর রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ে।
জানা যায়, ওই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনায়। সিআইএসএফ জওয়ানের মৃত্যুর পর সেখানের ৩৩ জন কর্মীকে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই সিআইএসএফ জওয়ানের পরিবারকেও সতর্ক করা হয়েছে। কলকাতার সিআইএসএফ সাব ইন্সপেক্টরের মৃত্যুর খবরে আতঙ্ক বাড়ছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে।