April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার কোপ আইপিএল এ, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

করোনার প্রকোপে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল চলতি বছরের “আইপিএল”৷গত ২৯ মার্চ টুর্নার্মেন্ট শুরু হওয়ার কথা ছিল৷কিন্তু তার মধ্যেই নিজের আতঙ্কের ডানা মেলে ধরে করোনা ভাইরাস৷যার প্রভাব পড়ে ক্রিড়া জগৎ থেকে শুরু করে দেশের অর্থনীতি, সামাজিক ও স্বাস্থ্য ক্ষেত্রেও৷শেষমেশ কোনো পথ না থাকায় ২১ দিনের লকডাউন ঘোষনা করেন প্রধানমন্ত্রী৷এরপর ঠিক হয়, ১৫ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল৷কিন্তু এবার সে আশাও এখন দুঃস্বপ্ন হয়ে গেল৷কারণ মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বহাল থাকার কথা ঘোষনা করেন প্রধানমন্ত্রী৷ফলে রেল থেকে বিমান ও এর পাশাপাশি সমস্ত পরিষেবা বন্ধ থাকায় বিদেশী তারকাদের যেমন আসা সম্ভব নয় ঠিক তেমনি ম্যাচ আয়োজন করাও সম্ভব নয় বলে মত ক্রিড়াবিশেষজ্ঞদের৷যদিও ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, ৩ মে পর্যন্ত লকডাউন বহাল থাকায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখার কথা ঠিক করেন কর্তারা৷যদিও পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন বোর্ড কর্তৃপক্ষ৷