July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার কোপে ভয়াবহ পরিস্থিতি আমেরিকায়, লাফিয়ে আক্রান্ত বাড়ছে ভারতেও

নোভেলকরোনা ভাইরাসের করাল থাবায় দিন দিন ভয়াবহ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন ও ইংল্যান্ডে। বুধবার শুধু আমেরিকাতেই মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। সব মিলিয়ে আমেরিকায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার। ভয়াবহ পরিস্থিতি স্পেনেরও। সেখানে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬৪ জন মানুষের। সে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ হাজারের বেশি মানুষের। ইংল্যান্ডে এক দিনে মারা গিয়েছেন ৫৬৩ জন। সেখানে মোট দু’হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন এ পর্যন্ত।

দেশের পরিস্থিতি দেখে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেই ফেলেছেন, “দুঃখজনক, খুবই দুঃখজনক ঘটনা।” সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে জার্মানি ও ফ্রান্সেও।

এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৭ হাজার ৭৫৩ জন। বিশ্বে মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৬১ জন। যেখানে ভারতে এই মুহূর্তে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের।