ফের করোনায় আক্রান্ত হয়ে প্রান হারালেন এবার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শিখ সঙ্গীত শিল্পী নির্মল সিং। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় পঞ্জাবের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। সূত্রের খবর, গত মাসে তিনি বিদেশ থেকে ফিরেছিলেন। তখন থেকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। সঙ্গে ছিল আচ্ছন্নভাবও। বিপদ আশঙ্কা করে গত ৩০ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। পঞ্জাবের COVID 19- সংক্রমণ প্রতিরোধের দায়িত্ব থাকা টিমের এক আধিকারিক কেবিএস সিধু জানান, আগে থেকেই নির্মল সিংয়ের শ্বাসকষ্টের সমস্যা ছিল। করোনার প্রকোপে তা আরও বেড়ে যায়। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। করোনার কড়াল গ্রাসে একে একে প্রান হারাচ্ছে মানুষের।