September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার করাল গ্রাসে কর্ণাটকে মৃত্যু ৬৫ বছরের ব্যক্তির

মারন ভাইরাস একটু একটু করে গ্রাস করছে সমগ্র বিশ্বকে। ভারতে করোনার বলি বেড়ে হয়েছে ১৮ । বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত COVID-19 এ আক্রান্ত ৭২৪ জন। সূত্রের খবর, মার্চের ৫ তারিখ কর্ণাটকের টুমকুরুর বাসিন্দা ওই বৃদ্ধ গিয়েছিলেন দিল্লিতে। ১১ তারিখ তিনি ট্রেনে করেই বাড়ি ফেরেন। তারপর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভরতি হন। চিকিৎসা শুরু হয়। তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে মৃত্যু হয় ৬৫ বছরের ওই বৃদ্ধ। যেহেতু তিনি ট্রেনেই যাতায়াত করেছিলেন, তাই সেখান থেকে সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। অন্যদিকে, টুমকুরুর ডেপুটি কমিশনার ডক্টর কে রাকেশ কুমার জানিয়েছেন, “যে ট্রেনে তিনি সফর করেছিলেন, সেই ট্রেনকে চিহ্নিত করে, তাঁর সফরসঙ্গীদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। কারণ, তাঁদের কারও শরীরে করোনার জীবাণু প্রবেশ করেছে কিনা, তা পরীক্ষা করা প্রয়োজন।”