দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭০-এ। আর এই পরিস্থিতিতে সবরকম নিরাপত্তায় নজর রাখছে কেন্দ্রীয় ও সব রাজ্যের সরকার। দেশে কড়না কবলিত রাজ্যগুলির মধ্যে শীর্ষেই রয়েছে মহারাষ্ট্রের নাম। আর পরিস্থিতি যাতে আর খারাপের দিকে না এগোয়, তাই রাজ্যবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় লক ডাউনের দিকেই এগোচ্ছে মহারাষ্ট্র। বৃহস্পতিবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জনগনের উদ্দ্যেশে জানান এ এক যুদ্ধকালীন পরিস্থিতি।
সবাইকে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে বলেন মুখ্যমন্ত্রী। এছারাও প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরোতে বারন করেছেন তিনি। এমন সংকট পরিস্থিতিতে মুম্বইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালারাও কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তাঁদের পরিষেবা।