ভারতে এবার করোনায় বলি আরো এক জন। এই নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জন। জানা গিয়েছে, রাজস্থানে সংক্রমণ থেকে সুস্থ হয়েও শুক্রবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ইতালীয় বৃদ্ধের। সূত্রের খবর, এর মধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল প্রায় ২০০-র কাছাকাছি।
মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ১৬ করে আক্রান্ত। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ২০জন। ৭ দিনের জন্য সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল হয়ে গিয়েছে। এরসাথে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
করোনা সংক্রমনে ভারতে এখন স্টেজ টু। শুক্রবার বিকেলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় এই করোনা মোকাবিলায় রবিবার ১৪ ঘণ্টা জনতা কার্ফুর ডাক দিয়েছেন নমো।