September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার আতঙ্কের মধ্যেও টোকিও অলিম্পিক আয়োজন করতে চায় জাপান

করোনা ভাইরাসের দাপটে যখন সারা বিশ্ব কাঁপছে ৷ সারা বিশ্বের ক্রীড়ামহল যখন বেসামাল পরিস্থিতির সম্মুখীন ৷একের পর এক মেগা ইভেন্ট বন্ধ হয়ে গিয়েছে৷সেখানে জাপান সরকার স্পষ্ট করে দিয়েছে যথা সময়ে অলিম্পিক হবে। এমনকি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন৷ তাই বলে অলিম্পিক স্থগিত করে দেবার পরিকল্পনা তাদের নেই৷ ইতিমধ্যে ভাবা হচ্ছে ,যদি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজন করা যায়। সূত্রের খবর, টোকিও অর্গানাইজিং কমিটি নাকি ভাবছে একমাস অলিম্পিক পিছিয়ে দেওয়া হোক ৷ এই দাবি জোরদার হতে শুরু করেছে ৷টোকিও অলিম্পিক প্রধান স্পনসর হল জাপানের টয়েটো মোটর ও প্যানাসনিক কর্পোরেশন৷ মোট 60টা স্পনসর এবার অলিম্পিকে থাকছে ৷তারা কেউই চাইছে না অলিম্পিক বন্ধ হোক ।তবে জাপান এয়ারলাইন্সের এক কর্তা বলেছেন 24 জুলাই থেকে কোনমতে অলিম্পিক শুরু হচ্ছে না৷ জাপানে মিয়াগির সেন্দাই স্টেশনে অলিম্পিক মশাল রাখা হয়েছে৷ 26 মার্চ থেকে মশাল সারা শহর প্রদক্ষিণ করবে৷