করোনার আতঙ্কের জের এবার শান্তিনিকেতনের বিশ্বভারতীতেও। সেই কারনে করোনাভাইরাস সতর্কতা জারি করা হল বিশ্ববিদ্যালয় গুলোতেও। কলকাতা বিশ্ববিদ্যালয় তার নির্দেশে জানিয়ে দিল, গবেষকরা বিদেশে যেতে পারবে না। বিদেশি পড়ুয়া যারা আছে তাদের মাক্স ব্যবহার করার নির্দেশ। একইভাবে বিশ্ব ভারতী মৌ বাতিল করল ইউহান বিশ্ববিদ্যালয়ের সাথে। সূএের খবর, ফেব্রুয়ারি মাসে শান্তিনিকেতনে আসার কথা ছিল প্রতিনিধি দলের। কিন্তু তাঁরা কেউই আসছেন না। তাই জানা গিয়েছে, নতুন করে অন্য কোনও অনুষ্ঠানও চিনা ভবনে রাখছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি আরও জানা গিয়েছে, বিদেশ থেকে আসা নাগরিকদের বিমানবন্দরেই থার্মাল স্ক্রিনিং করা হবে বলেও জানানো হয়েছে। দিন দিন করোনা ভাইরাসের আতঙ্কে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। তাই সেই নিয়ে আতঙ্কে রয়েছেন বিশ্বভারতীর চিনা পড়ুয়ারা।