করোনা আক্রান্তে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা | প্রতিটা দেশেই করোনার থাবায় কম্পিত দেশবাসী | এই পরিস্থিতিতে কোভিড19 এ আক্রান্ত হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন | সূত্রের খবর, তাকে ভেন্টিলেশনে রাখা হতে পারে |
বরিস জনসন প্রথম রাষ্ট্রনেতা যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন | তবে তার এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন বিদেশ সচিব ডমিনিক রাব | জানা গেছে, গত 27 মার্চ ব্রিটেনের প্রধানমন্ত্রীর জ্বর হয় | জ্বর না কমায় ওনাকে টেস্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয় | এরপর ওনার নমুনা পরীক্ষায় করোনার রিপোর্ট পজিটিভ আসায় তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে | তবে জানা যাচ্ছে, ওনার শরীরের অবস্থা খারাপের দিকে | ওনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে | এখনো পর্যন্ত লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি | বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী বয়স 55 বছর |