করোনা ভাইরাসের দাপট গোটা বিশ্বে | আর এবার করোনা ভাইরাসের থাবা বলিউডের অভিনেতাদেরও ছাড়লো না | করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা পূরব কোহলি | ওয়েব সিরিজ থেকে শুরু করে বড় পর্দায় অভিনয় করতে দেখা গেছে তাকে |
খুব সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়েছেন | তবে শুধু তিনি নন তাঁর পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রীও মেয়েও এই মারন ভাইরাসে আক্রান্তের শিকার হয়েছেন | নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্ট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন | তিনি জানিয়েছেন, কিছুদিন আগে জ্বর হয়েছিল তাদের | এরপর থেকে দেখা দিতে শুরু করে নানা উপসর্গ | দিনদিন বাড়তে থাকে সেই লক্ষণগুলি | কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে থাকে তাদের | প্রথমে মেয়ে ইনায়ার বেশ কিছু শারীরিক সমস্যা শুরু হয় | তারপর অভিনেতা ও তার স্ত্রী করোনার উপসর্গগুলি আরো জোরালো হয় | তারা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক জানান, তারা সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন | এরপর থেকে নিজের বাড়িতেই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা ও তার পরিবার | তবে অভিনেতা জানিয়েছেন, টানা দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকার পর এখন অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি |