গোটা দেশের সঙ্গে সঙ্গে এ রাজ্যেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত করোনার কবলে পড়ার ভয়ে নিজেদের ঘর বন্দি করে নিয়েছে গোটা দেশের মানুষ। আর তা থেকে বাদ যায়নি আমাদের এ রাজ্যও। তবে এ সমস্থ আতঙ্কের মধ্যেও রাজ্যের প্রথম আক্রান্তই প্রথম করোনামুক্ত হলেন। তবে তিনি একা নয়, হাবড়ার আক্রান্ত ছাত্রী এবং লন্ডন ফেরত বালিগঞ্জের আক্রান্ত তরুণের ব্যবসায়ী বাবার নমুনাও পরীক্ষা করা হয়। তাঁদেরও নেগেটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ নোভেল করোনা সংক্রমণ মুক্ত তাঁরাও।
সূত্রের খবর, পরপর দুবার তাদের শরীরে করোনার ভাইরাস আছে কি না তা পরীক্ষা করা হয়।যাতে তাদের রক্তের রির্পোট নেগেটিভ আসে। জানা গিয়েছে, ভাইরাসের লক্ষ্যন আছে কি না তা পুরো নিশ্চিত করার জন্য তাদের রক্তের নমুনা আবার পাটানো হবে। আর তার পরেই তাদের পরিস্থিতি অনুযায়ি চিকিৎসা করা হবে। তবে তাদের সুস্থ হওয়ার ঘটনা আশার আলোর পথ বলেই মত স্বাস্থ্য বিভাগের।