September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনাভাইরাসের প্রকোপ থেকে রেহাই পেতে WHO এর সাহায্য চাইলো চিন

নভেল করোনাভাইরাসের প্রকোপে গত ২৪ ঘণ্টায় ফের অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেল চিনে। যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। তাই শেষমেষ WHO এর সাহায্য চাইলো চিন। সূত্রের খবর, এই ভাইরাসের জেরে উড়ান তো বটেই, ট্রেন-বাস-ফেরি-সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ। স্কুল-কলেজ-অফিস বন্ধ। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ঘরবন্দি। এমনকি, বাজার করতে বেরেনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। তার উপরে রোগীর সংখ্যা যে মাত্রায় বাড়ছে, তাঁদের চিকিৎসার সমস্ত সুবিধা দেওয়াও সমস্যা হয়ে যাচ্ছে চিন সরকারের পক্ষে।

সরকারি পরিসংখ্যানে, মৃতের সংখ্যা ৫৬০ জন। আক্রান্তের সংখ্যা আরও ২৮ হাজার। মৃতদের বেশির ভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। তারই মধ্যে এমন পরিস্থিতিতে ১ দিনের শিশুর দেহেও করোনা সংক্রমণ ধরা পড়েছে উহানে। এবিষয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল। তবে সব মিলিয়ে এই মৃত্যুমিছিল কোথায় গিয়ে থামবে, সেই উত্তরের দিকে তাকিয়ে বিশ্ববাসি।