করোনাকে চিনা ভাইরাস বলে কটাক্ষ করলেন আমেরিকার রাষ্ট্রপতিডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইট করে একথা জানানোর পর থেকেই প্রবল বিতর্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। টুইটারাট্টিরা বলছেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে একজন বর্ণবিদ্বেষী তা এই টুইটেই ফের প্রমাণ হয়েছে। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটে ২৫ মিনিট নাগাদ একটি টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি উল্লেখ করেন, ‘চাইনিজ ভাইরাসের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মার্কিন এয়ারলাইন্স ও অন্য সংস্থাগুলিকে সবরকমের সাহায্য করবে আমেরিকা। আগের থেকেও শক্তিশালী হয়ে উঠব আমরা।’ তাঁর এই টুইটের পরেই প্রবল বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে একই মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক দলের কয়েকজন নেতা। করোনা ভাইরাসকে চিনা ভাইরাস বলে কটাক্ষ করেছিলেন। এরপরই এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় চিন। এর ফলে বিষয়টি ধামাচাপা পড়ে। কিন্তু, ফের সেই ইস্যুকে খুঁচিয়ে তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।