এবার করোনার বলি আরো এক। জানা গিয়েছে, এই মারন ভাইরাসের প্রকোপে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক বাসিন্দার। রোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে এই প্রথম মৃত্যু হল। এদিন ইন্দোরের এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ৬৫ বছর বয়সি মহিলার। সূত্রের খবর,মৃত ওই মহিলার বিদেশযাত্রার কোনও রেকর্ড নেয়।
এ প্রসঙ্গে ইন্দোরের ডিভিশনাল কমিশনার আকাশ ত্রিপাঠি জানিয়েছেন, উজ্জয়িনীর ওই মহিলার বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই। তিনি ভাইরাল ইনফেকশন নিয়ে উজ্জয়িনীতেই চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে ইন্দোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার মৃত্যু হয় তাঁর। ফলে এই নিয়ে ভারতে করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪। এদিকে বিদেশযাত্রা না করেও একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিসংখ্যান ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।
এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে এই করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ –থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত।