May 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ

ইতালিতে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতেও ১৮ মার্চ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার কথা। আর ঠিক এই পরিস্থিতিতে মারণ করোনাভাইরাসে আক্রান্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। জানা গিয়েছে,করোনাভাইরাসে আক্রান্ত ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের চিকিৎসা দায়ভার নিয়েছে জুভেন্টাস।

এরসাথে গত কয়েকদিনে রুগানির সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষা করা হবে বলেও ক্লাবের তরফে জানানো হয়েছে। জুভেন্টাসের তরফে জানানো হয়েছে, রুগানি মারণ ভাইরাসে আক্রান্ত হলেও ব্যাপারটা মারাত্মক নয়। ফলে দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। আবার অন্যদিকে ১৮ মার্চ তুরিনে জুভেন্টাস বনাম লিওনের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে উয়েফা এবার সেই ম্যাচ স্থগিত করার কথা ভাবছে। রোনাল্ডো ইতিমধ্যে ছুটি নিয়ে নিজের হোমটাউন মাদেইরাতে চলে গিয়েছেন। সিরি আ-র খেলা স্থগিত হয়েছে। ফলে দলের সঙ্গে অনুশীলনেও থাকবেন না তিনি।