December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংক্রমণ রুখতে সোমবার বিকেল থেকেই লক ডাউন একাধিক জেলা,ঘোষণা রাজ্যের


ভারতে করোনা সংক্রমণ রুখতে একাধিক কর্মসূচি পালন করছে রাজ্য |সমগ্র দেশের মোট 75 টি জেলা সোমবার থেকে লকডাউন |দিন দিন করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাকে রুখতে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য |সোমবার বিকেল পাঁচটা থেকে শুরু করে 27 মার্চ পর্যন্ত লক ডাউন একাধিক জেলা | পাশাপাশি বন্ধ থাকবে রেলসহ যে কোনো যানবাহন পরিষেবা ৷তবে খোলা থাকবে কিছু অত্যাবশ্যকীয় পরিষেবা, যেমন -বাজার, ওষুধপত্র ,দুধ ,জল ,হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যপরিষেবা Iপাশাপাশি লকডাউনের বাইরে রাখা হয়েছে সংবাদ মাধ্যমকেও ৷তবে সোমবার বিকেল পাঁচটায় সব লক ডাউন হয়ে যাওয়ার আগে নিত্যপ্রয়োজনীয় বাজার বা দ্রব্যসামগ্রী মজুত করতে ব্যস্ত সাধারণ মানুষ |এদিন সকালে বাজার খুলতেই দেখা যায় বাজারে ক্রেতাদের ভিড় ৷দিনের শুরুতেই ক্রেতাদের ভিড় দেখে বেশ স্বস্তির হাসি বিক্রেতাদের মুখেও |কেন্দ্রের এই সিদ্ধান্তকে মেনে তার প্রস্তুতি হিসেবে সোমবার সকাল থেকেই বাজার মুখী মানুষ ।অন্যদিনের তুলনায় এদিন বাজারে ভিড় কিছুটা হলেও বেশি নজরে আসে৷