
শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ১২৮৪১ চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস হাওড়ার শালিমার থেকে দুপুর বেলায় রওনা দেওয়ার পর সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে নাকি একটি মালগাড়িকে ধাক্কা মারে। মালগাড়ির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে করমণ্ডলের ইঞ্জিন মালগাড়ির উপর চেপে যায়। এই তিনি ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।
অবশেষে দুর্ঘটনা স্থলে পৌঁছালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি | আজ বিকেল চারটে উড়িষ্যার বালেশ্বরে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি | এই দুর্ঘটনায় আহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
More Stories
পুজোর আগে ফ্যাশন টেলার AJIO নয়া ঘোষণা
লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল
গণেশ চতুর্থী উদযাপন করলেন নিতা মুকেশ আম্বানি