October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করণা আক্রান্তে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে 7

ক্রমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা | এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে মৃত্যু হয়েছে সাত জনের | পাশাপাশি আক্রান্তের সংখ্যা 328 জন| রবিবার সকালে মুম্বাইয়ের এক বাসিন্দা করোনা আক্রান্তে মারা যান |মৃত্যুকালে তার বয়স ছিল তেষট্টি বছর | তার পরই জানা যায় বিহারে এক বাসিন্দা করোনা আক্রান্ত মারা যান | তবে আক্রান্ত ওই যুবকের বয়স মাত্র 38 বছর | এখনো পর্যন্ত আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র | ইতিমধ্যে সেখানে মৃত্যু হয়েছে দুজনের | আর মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জন|