May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

কমে গেল আইপিএল-এর প্রাইজমানি,আইপিএলে স্টাফদের ভ্রমণেও ব্যয় সংকোচনের সিদ্ধান্ত

করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব ফেলেছে দেশের আর্থিক দিকে। আর সেই আর্থিক মন্দার ধাক্কা লাগল এবার আইপিএল-এও। জানা গিয়েছে, এবার আর্থিক মন্দার জেরে আইপিএল-এও কস্ট কাটিং শুরু হল। শুধু তাই নয় আইপিএলে স্টাফদের ভ্রমণেও ব্যয় সংকোচনেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আইপিএলে স্টাফরা এর আগে আকাশপথে তিন ঘণ্টার বেশি যাত্রা করলে বিজনেস ক্লাস-এর টিকিট পেতেন। কিন্তু এবার বিসিসিআই জানিয়েছে, আট ঘণ্টার কমের যাত্রাপথ হলে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হবে। তবে সিনিয়র কয়েকজন কর্তার ক্ষেত্রে এই নিয়ম থাকছে না। তাঁরা আগের মতোই বিজনেস ক্লাসে ট্র্যাভেল করতে পারবেন। সূত্রের খবর, গত আইপিএলে চ্যাম্পিয়ন দল যে ২০ কোটি টাকা পেয়েছিল,এবার তার পরিবর্তে আইপিএলে চ্যাম্পিয়ন দল ১০ কোটি টাকা প্রাইজমানি পাবেন। রানার্স দল ১২.৫ কোটি টাকার পরিবর্তে পাবেন ৬.২৫ কোটি টাকা এবং তৃতীয় ও চতুর্থ দল ৮.৭৫ কোটি টাকার পরিবর্তে পাবেন ৪.৩৭৫ কোটি টাকা।

এছাড়াও বিসিসিআই প্রতি ম্যাচ আয়োজনের জন্য সংস্থাগুলিকে ৩০ কোটি টাকার পরিবর্তে ৫০ কোটি টাকা ফি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে চটেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।