July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কমছে আতঙ্ক, খুলল চিনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান

বিশ্বজুড়ে যে গতিতে ছড়িয়ে পড়ছে এই চিনা মারণ করোনা ভাইরাস, তাতে ভারতে মৃত্যু হয়েছে আপাতত ৩ জনের। যদিও ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে চিনের পরিস্থিতি। সূত্রের খবর, সোমবার পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ১৬ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। কিন্তু তুলনায় কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত কয়েকদিনে এই জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাফল্য মিলেছে।

চিনের স্বাস্থ্য কমিশনের এক যৌথ রিপোর্টে জানা গিয়েছে, চিনে করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। ১৮ বছরের যুবক-যুবতীদের মধ্যে সংক্রমণের হার মাত্র ২.৪ শতাংশ। এছাড়া আক্রান্তদের মধ্যে ০.২ শতাংশের অবস্থা সঙ্কটজনক।

জানা গিয়েছে, গত কয়েকদিনে এই জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাফল্য মেলায় গুইঝাউ প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম চিনে একাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। তবে অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে ক্রমেই বেড়ে চলেছে এই মারণ করোনার প্রভাব। এই নিয়ে ভারতে মোট ৩ জন বলি হল এই মারণ রোগের গ্রাসে।