রবীন্দ্রজয়ন্তীতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রভাত ফেরীর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করল জেলা পুলিশ। মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে করোনা মোকাবিলায় প্রভাত ফেরীর মাধ্যমে জেলাবাসীকে সচেতন করে পুলিশ। প্রভাত ফেরীতে অংশ নেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ উচ্চ পদস্থ অফিসারেরা। সারা শহর পরিক্রমা করে প্রভাতফেরী শেষ হয় রাজমহল রোডের রবীন্দ্র মূর্তির পাদদেশে। রবীন্দ্র সংগীতের পাশাপাশি করোনা মোকাবিলার সংগীত বাজানো হয় ট্যাবলোর মাধ্যমে। প্রভাতফেরী শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ অফিসারেরা ।