বিশ্বের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সুখবর পেলেন জামাইকাবাসি। অন্যতম সেরা ক্রীড়াবিদ, অলিম্পিক স্প্রিন্ট কিংবদন্তী উসেইন বোল্ট প্রথমবার বাবা হওয়ার আনন্দ উপভোগ করলেন। মহামারী করোনা আতঙ্কের মধ্যেই রবিবার এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন তার গার্লফ্রেন্ড কাসি বেনেট, স্থানীয় সংবাদ মাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাদের মধ্যে। উসেইন বোল্ট ৮ বার অলিম্পিক সোনাজয়ী হয়েছেন। পাশাপাশি তিনি ১১বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তার পায়ে যেন বিদ্যুতের গতি। তবে ২০১৭ সালে স্প্রিন্টিং থেকে অবসর নিয়ে কিছুদিন ফুটবলও খেলেছেন তিনি।
উসেইন বোল্টের বাবা হওয়ার খবর শুনে জামাইকার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার বোল্ডকে। জানা গিয়েছে, বোল্ড বেশ কিছুদিন আগেই ইনস্টাগ্রামে তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটি ছবি পোস্ট করে, সেখানে তিনি লেখেন “বেবি বোল্ট আসছে”। তবে এই সবের মধ্যে বোল্ডের কন্যা সন্তান হওয়ার সুখবরে হাসি ফুটেছে সেদেশে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।