September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ওয়েলিংটন টেস্টে উইলিয়ামসনের ৮৯ রানের ভরে এগিয়ে নিউ জিল্যান্ড

শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার টেষ্টের দ্বিতীয় দিনে তা পরিপূরণ করেন অভিজ্ঞ টিম সাউদি। ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। যদিও দ্বিতীয় দিনে দুই কিউই ওপেনার টম লাথাম(১১) এবং টম ব্লান্ডেল (৩০) কে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে লড়াইয়ে রাখেন ইশান্ত শর্মা। এরপর উইলিয়ামসনের দুরন্ত ৮৯ রানে ভর করে ভারতের ১৬৫ রান টপকে ৫১ রানে এগিয়ে যায় তারা।

অন্যদিকে এদিন টেলর তার শততম টেস্টে ৪৪ করে ইশান্তের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরসাথে ৮৯ রানে উইলিয়ামসনকে আউট করে লড়াইয়ে দলকে টিকিয়ে রাখে ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে নিউ জিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২১৬ রান। ১৪ রানে অপরাজিত রয়েছেন ওয়াটলিং আর কলিন ডি গ্র্যান্ডহোম ৪ রান করে ক্রিজে রয়েছেন। এককথায় ওয়েলিংটন টেস্টে বড় রানের লিড নেওয়ার পথে নিউ জিল্যান্ড।