বছর পাঁচেক আগে রাজনীতির ময়দানে পা রাখার পর সিনেমার বিষয় নির্বাচনের ক্ষেত্রে অভিনেত্রীকে অনেকটাই সচেতন দেখা গিয়েছিল। ‘মশালা মুভি’তে তাঁর অনুপস্থিতিতে অনুরাগীরাও অনেক সময় হতাশা প্রকাশ করেছিলেন। তবে এবার মিমি ‘ব্যাক টু ফর্ম’। বাংলাদেশের ‘তুফান’ ছবিতে শাকিব খানকে সঙ্গী করে উরা ধুরা গানের যে ঝলক দেখালেন, তাতেই দুই বাংলার নেটপাড়া একেবারে কেঁপে গেল!
মিমি চক্রবর্তী ও শাকিব খানের ‘তুফান’ ছবিতে একের পর এক চমক। তবে টিজার প্রকাশ্যে আসতেই অনেকে আবার এই ছবিকে ‘সস্তার অ্যানিম্যাল’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার ‘তুফান’কে তুলনা করেছেন দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের লুক ঠিক যেমন ছিল, ‘তুফান’-এর টিজারে একেবারে সেরকমভাবেই দেখা গিয়েছিল শাকিব খান। কাঁধ পর্যন্ত লম্বা চুল। একইরকম বেশভূষা। শুধু তাই নয়! টিজারে ‘তুফান’-এর অ্যাকশন দৃশ্যের যে ঝলক ধরা পড়ল, সেগুলোর সঙ্গেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য পেয়েছিলেন দর্শকরা। তবে মিমি-শাকিবের ‘উরা ধুরা’ গানের ঝলক যেন সেই ক্ষততে প্রলেপ লাগিয়ে দিল।
More Stories
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত