September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এসএসকেএম হাসপাতালে ঢুকতে বাধা হুগলির সাংসদকে, অভিযোগ পোলবা দুর্ঘটনা নিয়ে রাজনীতি!

এসএসকেএমে পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম শিশুদের সঙ্গে দেখা করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়। এবিষয়ে বিজেপি সাংসদের দাবি, তিনি আগে থেকেই জানিয়েছিলেন হুগলির পোলবার পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু এবং ঋষভের সঙ্গে দেখা করতে এসএসকেএমে আসবেন। সেই অনুযায়ী শনিবার দুপুর ৩টে নাগাদ হাসপাতালে আসেন এবং জখম দিব্যাশুর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এরপর ট্রমা কেয়ার ইউনিটে ঢুকে জখম ঋষভ এবং দিব্যাংশুর সঙ্গে দেখা করতে চান বিজেপি সাংসদ। অভিযোগ, ট্রমা কেয়ার ইউনিটে ঢোকার সময় বাধা পান লকেট চট্টোপাধ্যায়। তাঁকে ঢুকতে দেওয়া সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বাধা পেয়ে বিরক্ত হন বিজেপি সাংসদ। তিনি বলেন, “আমি ভিতরে ঢুকে সাংসদ হিসাবে কথা বলতে পারব না? জানিয়ে এসেছিলাম। তা সত্ত্বেও পুলিশ দিয়ে আটকাচ্ছেন কেন? আমি একা ভিতরে যেতে চাই। একা যাব। দেখা করব। পুলিশ দিয়ে আটকে রেখেছে। মানে আমাদের হাসপাতালে ঢোকারও অধিকার নেই। এটা নিয়ে রাজনীতি চলছে। এটা কেউ করে? আমরা চাই ভাল করে চিকিৎসা হোক।” একপ্রস্থ বাদানুবাদের পর অবশেষে বিজেপি সাংসদ ট্রমা কেয়ার ইউনিটে ঢোকেন এবং জখম শিশুদের সঙ্গে দেখা করেন তিনি।