
কিছুক্ষণের জন্য কালিয়াগঞ্জ থানায় আতঙ্ক হয়ে যায়। সাপ ঘুরাফেরা করতে দেখা যায় থানার ক্যাম্পাসে । উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা ট্রাফিক ওসি দিনাসংগ সেরপা কোয়ার্টারের সামনে একটি বিশাল আকারে সাপ দেখা যায় ।আতঙ্ক লেগে যায় কালিয়াগঞ্জ থানা ক্যাম্পাসে। ট্রাফিক অফিসার থেকে শুরু করে অনান্য পুলিশকর্মী দের ।
Aপিপুল ফর এনিমেল এর সদস্য অগ্নি মোদক বলেন বিশাল আকারের রেট স্নেক উদ্ধার হয়েছিল। সাপ উদ্ধার করে আমরা ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। রেড স্নেক বলতে দাড়াস সাপ।
More Stories
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন