May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

এলাকাবাসীদের ক্ষোভ, মেলেনি রাস্তা ভোট আসলেই নেতাদের আানাগোনা

মালদাঃ-মালদা বিধানসভার অন্তর্গত হব্বিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চল হইতে কলাই বাড়ি প্রায় সারেতিন কিলো মিটার পর্যন্ত বেহাল রাস্তা । কলাইবাড়ি এলাকাবাসিন্দাদের অভিযোগ ভোট আসে ভোট যায় রাস্তা মেরামতের কাজ কেউ করেনা।অভিযোগ করে বলেন বারবার প্রশাসন ও গ্রামপঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। গ্রামবাসিরা বলেন ভোট আসলেই নেতাদের আনাগোনা চোখে পড়ার মতো কিন্তু ভোট পার হলে আর দেখা মেলেনা কারোই । এলাবাসিদের অভিযোগ স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে দৈনিক যাত্রী সহ অ্যাম্বুলেন্স ও মাতৃযান চলাচলে বেহাল অবস্থা রাস্তার । ভোটের মুখে এলাকাবাসীদের একটাই দাবি রাস্তা চাই।এই বিষয়ে স্কুল ছাত্র ছাত্রী রাজু সরকার, অর্পনা তরফদার, সাথী প্রামাণিক, জানায় আমাদের কলাই বাড়ি থেকে শ্রীরামপুর যাওয়ার পথ বেহাল অবস্থা। আমরা প্রতিদিন সাইকেল নিয়ে স্কুল টিউশন যাবার পথে রাস্তায় অনেক সমস্যার মুখোমুখি হতে হয় । তাই আমরা চাইছি যাতে খুব শীঘ্রই রাস্তা টি মেরামত করাহয়।এই বিষয়ে এলাকাবাসী তরুন সরকার বলেন, ভোটের আগে শুধু আশ্বাস দেওয়া হয় রাস্তার কাজ হবে কিন্তু ভোট পার হয়েগেলে কোনো নেতা মন্ত্রী দেখা মেলে না । তাই ক্ষোভ উগ্রে দিয়ে বলেন এলাকাবাসী দাবি একটাই রাস্তা চায়,।