এবার বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর মোদি সরকার। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে 7 ই মে থেকে দফায় দফায় তাদের ফেরানো হবে। করনার আতঙ্ক ছড়াতেই চীনের ইউহান, সৌদি আরব, ইরান সহ একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে ছিল ভারত সরকার। কিন্তু এরপরই লক ডাউনের ঘটানো হয় ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে বহু ভারতীয় বিভিন্ন দেশে আটকে পরে। সূত্রের খবর, সোমবার পরপর দুটি টুইট করে জানানো হয়, বিদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার আটকে থাকা ভারতীয়দের নাম নথিভুক্ত করবেন সেই অনুযায়ী দফায় দফায় তাদের ফেরানো হবে। তবে সেই অনুযায়ী জাহাজ ও বিমান এর ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি জানা গেছে তবে এবারের এই পরিষেবা একবারে বিনামূল্যে নয়, নিজের টাকা খরচ করে দেশে ফেরার বিমানে বা জাহাজে চাপতে হবে আটকে পড়া ভারতীয়দের।