April 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে অভিনেতা দেবকে

এবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে অভিনেতা দেবকে। এই প্রথম বাংলাদেশের প্রযোজনা সংস্থা এবং পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন দেব। একথা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, পাশাপাশি দেব তার ইনস্টাগ্রাম এবং টুইটারে নতুন ছবির নামও পোস্ট করেন। ছবির নাম ‘কমান্ডো’। এই ছবিতে সেনাবাহিনীর কমান্ডো চরিএে অভিনয় করতে দেখা যাবে দেবকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নতুন যাত্রা শুরু হতে চলেছে। বাংলাদেশে আমার প্রথম কাজ। খুবই উত্তেজিত আমি। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।” যদিও এর আগে টলিউডের অনেক নায়ক-নায়িকা দেরই অভিনয় করতে দেখা গেছে বাংলাদেশের অভিনেতা-অভিনেএীদের সাথে। এই ছবির পোস্টারে দেবকে দেখা যাচ্ছে কমান্ডোর পোশাকে, সাথে তার চুলের স্টাইলেও কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তবে জানা গিয়েছে, চলতি বছর ঈদে মুক্তি পাবে এই ছবি।