করোনার কোপ যেন পিছু ছাড়ছেনা ইংল্যান্ডের। ইতিমধ্যেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের যুবরাজ চার্লস। আর এবার আক্রান্তের তালিকায় এলেন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন। শুক্রবারই তাঁর সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর এই খবর টুইট করে জানিয়েছেন বোরিস নিজেই। নিজের টুইটারে তিনি লিখেছেন, , ”গত ২৪ ঘণ্টায় জ্বর ও ক্রমাগত কাশির উপসর্গ দেখা দিয়েছিল। সেই কারণেই চিফ মেডিক্যাল অফিসারের পরামর্শমতো করোনাভাইরাসের টেস্ট করিয়েছিলাম। আজ সেই পরীক্ষার রিপোর্ট ‘কোভিড-১৯ পজিটিভ’ এসেছে।”
একই সঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করবেন। রয়েছেন হোম আইসোলেশনে। সেখান থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজকর্ম পরিচালনা করবেন। পাশাপাশি দেশের করোনা পরিস্থিতিতে সকলে একসঙ্গে এর মোকাবিলা করার ডাকও দিয়েছেন তিনি। তবে তাঁর সংক্রমণ মৃদু বলে জানিয়েছেন বরিস নিজেই। খোদ প্রধানমন্ত্রী আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।