বলিউডে এখন বায়পিকের হিটলিস্ট। খেলোয়াড় থেকে সমাজসেবী সবাই সেই তালিকায় সামিল। এর মধ্যে রয়েছেন ক্রিকেটাররাও। শচিন তেণ্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ৮৩’র বিশ্বকাপ নিয়ে কপিল দেবের ছবিও মুক্তির অপেক্ষায়। এবার সেই তালিকায় নাকি যুক্ত হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। বলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, দাদার জীবনকাহিনি বড়পর্দায় তুলে আনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং করণ জোহর।
বছর দুই আগে নিজের জীবনকাহিনি নিয়ে প্রকাশিত বই ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’-এ নিজের ছোট থেকে বড় হয়ে ওঠা থেকে শুরু করে ক্রিকেট জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন খোদ মহারাজ। কেরিয়ারের বিভিন্ন পরিস্থিতিতে ঠিক কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, এসব নিয়েই বইটি লেখা হয়। দাদার নিজের ভাষায়, ‘বীরেন রায় স্ট্রিট থেকে লর্ডসের ব্যালকনি পর্যন্ত তাঁর যাত্রাপথের বর্ণনা রয়েছে বইটিতে।’ কানাঘুষো শোনা যাচ্ছিল ওই বইটিকে কেন্দ্র করেই ছবি তৈরি করতে চান একতা কাপুর। এ নিয়ে দাদার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও নাকি হয় এএলটি বালাজির। ছবিটি পরিচালনার জন্য তখন নাকি এক বাঙালি পরিচালকের নাম প্রস্তাব করেছিলেন মহারাজ।
কিন্তু এখন শোনা গেল, একতা নন, দাদার বায়োপিক বানানোর দায়িত্ব নিয়েছেন করণ জোহর। সৌরভের সঙ্গে কথা বলতে তিনি নাকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসেও গিয়েছিলেন। অনেকক্ষণ কথা বলেন তাঁরা। তারপর থেকেই ঘনীভূত হচ্ছে জল্পনা। সৌরভ জানিয়েছিলেন পর্দায় নিজের চরিত্রে তিনি হৃতিক রোশনকে দেখতে চান। মহারাজের এই আশা পূরণ হয় কি না, সেটাই এবার দেখার।