July 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এবার একসাথে জুটি চলেছে সৌরভ দাস আর দর্শনা বণিক

এবার একসাথে জুটি বেঁধে চলেছে সৌরভ দাস আর দর্শনা বণিক | বেশ কয়েকদিন ধরেই টলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল সৌরভ এবং দর্শনা নাকি চুপি চুপি প্রেম করছে | তবে সেই গুঞ্জনে জল ঢেলে, দর্শনা জানিয়েছেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ | তবে এবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই দুই জুটিকে | ছবির নাম ‘হৃদয়পুর’ | এর আগে আরো দুটি ছবিতে দেখা গিয়েছে এই দুটি জুটিকে |

জানা গিয়েছে একটি খুন কে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প | শহরের ছেলে সৌরভ গ্রামে আসেন চাকরির সূত্রে | সেখানেই দেখা হয় গ্রামের প্রধানের মেয়ের সঙ্গে | এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য কে | খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে |