October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এবার আফগানিস্তানে জঙ্গি হামলা, ঘটনায় মৃত ২৪

করোনা আতঙ্কে বিশ্বজুড়ে যেখানে ত্রাহি ত্রাহি রব। তারিই মাঝে রমজান মাসে জঙ্গি হামলায় কেঁপে উঠল আফগানিস্থান। যার জেরে প্রাণ গেল কমপক্ষে ২৪ জনের ও আহত হয় ৬৮ জন। সূত্রের খবর, হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস। কাবুলের একটি গর্ভবতীদের হাসপাতালে ঢুকে হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে দুই সদ্যোজাত ও তাদের মায়েদের। অপরদিকে নানগাহার অঞ্চলে একটি শ্রাদ্ধানুষ্ঠানেও আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে তারা পাশবিক কর্মকাণ্ড ঘটিয়েছে। হামলা হয়েছে লাঘমানের সেনা চেক পোস্টেও। জানা গিয়েছে, আফগানিস্তানের ঘটনা সম্পর্কে ভারতীয় বিদেশমন্ত্রক এর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করে। দস্ত -ই -বরচি হাসপাতাল, নানগাহার ও লাঘমানের শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর হামলা নিন্দনীয়। হামলায় আহতদের আমরা দ্রুত আরোগ্য কামনা করি।