July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এনআরএস হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসক ও নার্সদের রিপোর্ট নেগেটিভ

দিনদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে দেশে করোনার সংক্রমণ | করোনা মোকাবেলায় সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসকেরা | এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের সেবার কাজে করে চলেছেন ডাক্তার ও নার্সরা | তবে কিছুদিন আগে কলকাতা এনআরএস হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর | তারপর জানা যায়, ওই রোগী করোনা আক্রান্ত হয়েছিলেন | তারপর থেকেই উত্তেজনা সৃষ্টি হয় এনআরএস হাসপাতালে |

এরপর ওই হাসপাতালে 39 জন চিকিৎসককে এনআরএস হাসপাতালে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছিল | তার মধ্যে 16 জন নার্স এর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে | তাদের দেহে করোনার সংক্রমণ নেই বলে জানা গিয়েছে | তবে প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসার পর আরও 14 দিন সতর্ক থাকতে হবে তাদের | 14 দিন পর ফের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন তারা | তবে চিকিৎসক নার্স ছাড়াও আরো 79 জন কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল | তাদের মধ্যে 73 জনের রিপোর্ট নেগেটিভ আসে | বাকিদের রিপোর্ট নেগেটিভ আসবে বলে অনুমান করা হচ্ছে |

কিছুদিন আগে কলকাতার এনআরএস হাসপাতালে এক রোগীর মৃত্যু হয় | প্রথমে ওই রোগীকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল | তারপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় | এরপর সেখানেই মৃত্যু ঘটে রোগীর | রোগীর মৃত্যুর পর করোনার সংক্রমণ ধরা পড়ে | ইতিমধ্যে ওই রোগী হাসপাতালে বেশ কয়েকজনের সংস্পর্শে আসে | ফলে কোয়ারেন্টাইনে পাঠানো হয় হাসপাতালে নার্স চিকিৎসক ও সাফাই কর্মী দের | জানা গিয়েছে তাদের মধ্যে বেশির ভাগ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে |