নিজস্ব প্রতিনিধিঃ- করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে হু হু করে। লকডাউন করে শত চেষ্টার পরও বেগ পেতে হচ্ছে এই সংক্রমনকে আটকাতে। দাবানলের মতো বেড়েই চলেছে এই করোনা আক্রান্তের সংখ্যা। এবার মারণ ভাইরাসের শীকার হলেন এক চিকিৎসকের জামাইবাবু। জানা গিয়েছে, আক্রান্তের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, সম্প্রতি চলতি মাসের মাঝের দিকে ওই চিকিৎসকের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তারপরই ওই চিকিৎসকের পিসি এবং আরও একজন করোনায় আক্রান্ত হন। বর্তমানে তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এরপর গত সোমবার ওই বাড়ির দুই পরিচারিকা, কেয়ারটেকার এবং চিকিৎসকের জামাইবাবুর নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল। এ দিন তার মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ আসে। তবে বিশ্বস্থ সূত্রের খবর, সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন নয়াবাদের আক্রান্ত প্রৌঢ়ও। তবে পূর্ব মেদিনীপুরে এই নিয়ে মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন বলে প্রশাসন সূত্রের খবর।