সমাজের অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু এই লক ডাউনে সমস্যায় পড়েছে মালদা জেলার চাঁচল ২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণ এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার দিকে তাকিয়ে ওই এলাকার বাসিন্দারা।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউনের জেরে কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। আর্থিক সংকটে পড়েছেন মালদা জেলার দিন আনা দিন খাওয়া মানুষেরা। এমনই ভয়াবহ দুর্ভিক্ষ লুকিয়ে আছে চাঁচল থানার শেষ সীমান্তবর্তি এলাকা বেদেপাড়া ও বাগদিপাড়ায়। গ্রামে কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বা এলাকার পঞ্চায়েত সদস্য ত্রাণ পৌঁছে দেয়নি এখনও। কবে প্রশাসন থেকে কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্যদ্রব্য পৌঁছবে সেই আশাতেই তাকিয়ে এলাকাবাসী।