নোবেল করোনাভাইরাস এর জেরে দীর্ঘ দিন ধরে দেশে লকডাউন থাকায় বন্ধ ছিল কলকাতা হাইকোর্ট | এবার একাধিক নির্দেশিকা নিয়ে ১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে খুলছে কলকাতা হাইকোর্ট।
একমাত্র জরুরী মামলাগুলোই সশরীরে শুনানি হবে। ১১ জুন খুললেও পরের সপ্তাহের সোম বুধ শুক্র ফিজিক্যাল হিয়ারিং হবে।
এজলাসে তিনজন আদালত কর্মী থাকবেন। ৮ জনের বেশি আইনজীবীও মামলাকারী থাকতে পারবেন না।