December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

একধাক্কায় কিছুটা কমে গেল গ্যাসের দাম

যে ভাবে দিন দিন মূল্যবৃদ্ধি বাড়ছে তাতে মধ্যবিত্তের মাথায় হাত। আর তারই মাঝে খানিক স্বস্তি মিলছে মধ্যবিত্তের৷ জানা গিয়েছে, ১ মার্চ থেকে নতুন গ্যাসের দাম কার্যকর হওয়ায় অনেকটাই কমল দাম৷ একধাক্কায় দাম কমল ৫৩ টাকা৷ আগে গ্যাসের দাম ছিল ৮৫৮.৫০ টাকা৷ এখন দাম কমার পর কলকাতায় নতুন দাম কমে দাঁড়াল ৮৩৯ টাকা ৫০ পয়সা। সূএের খবর, দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম রবিবার থেকে হল ৮০৫.৫০ পয়সা এবং চেন্নাইতে নতুন দাম দাঁড়াল ৮২৬ টাকা। গ্যাসের দাম কমায় মধ্যবিত্তের কিছুটা হলেও স্বস্তি ফেরে।