নিজস্ব প্রতিনিধিঃ করোনা ঠেকাতে দেশ সহ সারা রাজ্য জুড়ে লকডাউন। লকডাউনে বন্ধ স্কুল-কলেজ। কিন্তু ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতো থেমে থাকতে পারে না। অগত্যা অনলাইন শিক্ষাকেই প্রাধান্য দিয়েছে শিক্ষক শিক্ষিকারা. ইতিমধ্যেই রাজ্য সরকার অনলাইনে পড়ানোর বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমেও শিক্ষকরা অনলাইনে পড়াচ্ছে। সূত্রের খবর, তবে স্মার্টফোন না থাকায় পড়াশোনা কার্যত স্তব্ধ হয় গেছে কুমোরটুলির দুঃস্থ পড়ুয়াদের। মহামারীর বছরে বায়না না পাওয়ায় প্রতিমা তৈরিও করতে পারছেন না বেশিরভাগ শিল্পী। প্রতিমা শিল্পী মালা পালের উদ্যোগে ও একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় কুমোরটুলির ২ মেধাবী পড়ুয়াকে শনিবার দেওয়া হল স্মার্টফোন। অন্যদের হাতেও মোবাইল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। পাশাপাশি পটুয়াপাড়ার দুঃস্থ মানুষের পাশে থেকে, তাঁদের হাতেও তুলে দেওয়া হয় রেশন।