গতকাল অমিত শাহের কলকাতা সফরে ‘গোলি মারো’ স্লোগানে ধর্মতলা চত্বরে উত্তেজনা ছড়ায়। আর সেই অভিযোগে গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে। সূত্রের খবর, রবিবার রাতেই নিউ মার্কেট থানায় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-এ, ৫০৫, ৫০৬, এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত ধৃতেরা হল সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদ।
রবিবার অমিত শাহের সভায় আসা বিজেপি কর্মীদের মধ্য থেকে ওঠে ‘দেশ কি গদ্দারো কো, গোলি মারো **কো’ স্লোগান। যা ঘটে একাবারে পুলিসের সামনেই। ফলে শহরের রাজপথে এমন উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় সক্রিয় হয়েছে পুলিস। এরপরই সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে। তবে প্রাথমিক পুলিশ সূত্রের খবর, তিনজনই পদ্ম শিবিরের আইনজীবী সেলের সদস্য। সদর স্ট্রিট লাগোয়া টোটি লেন থেকে সুরেন্দ্র তিওয়ারি, হরিদেবপুর থেকে ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদকে ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিস। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে।