October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উপনির্বাচন জয়ের পর কালিয়াগঞ্জে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

কয়েকমাস আগেই রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ও ৩ টে আসনেই জয় লাভ করেছে ঘাস্ফুল শিবির। আর প্রতিশ্রুতিমতো অন্য ২ কেন্দ্রে আগেই উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কালিয়াগঞ্জ কেন্দ্রে প্রশাসনিক সভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। সেখানথেকেও সিএএ ও এনআরসি প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিনের সভামঞ্চ থেকে বলেন, নতুন করে কাউকে নাগরিকত্বের প্রমান দিতে হবে না। সর্বধর্মের মানুষ এখানে একসঙ্গে থাকবে, মানুষের উপর কোনও অত্যাচার বরদাস্ত করা হবেনা। এর পাশপাশি তিনি কেন্দ্রীয় সরকার কে কটাক্ষ করে বলেন, রাজ্যে তৃণমূল সরকার যা করেছে, দিল্লিতে ৬ বছরে বিজেপি কতটুকু কাজ করেছে!

এরসঙ্গে মালদা ও কালিয়াগঞ্জ উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের কথাও বলেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, রূপশ্রীর সঙ্গে নতুন বাড়ি তৈরী, কম খরচায় বাড়ি ভারার সুবিধা, জল ও বিদ্যুতের সুবিধা, উদবাস্তুদের জমির পাট্টা প্রদান, কর্মসাথী প্রকল্প ও লোকোশিল্পিদের ১০০০ টাকা করে বিশেষ ভাতার উল্ল্যেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবশেষে উপনির্বাচনে জয়ের জন্য কালিয়াগঞ্জের অধিবাসীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।